শিমন আহম্মেদ বাদল
এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন বগুড়ার সোনাতলা্র জমজ দুই বোন সাদিয়া ও সাফিয়া। উভয়ই জিপিএ-৫ পেয়ে গর্বিত করেছে তাঁদের পিতা-মাতাকে। ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় সাদিয়া ও সাফিয়া সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে।তারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সোনাতলা উপজেলার পৌর এলাকার গড়চৈতন্যপুর গ্রামের আবু সালেহ ও মাহমুদা বেগমের জমজ কন্যাদের একজন সাদিয়া ১১১০ পেয়ে জিপিএ-৫ এবং সাফিয়া ১১০৪ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে। সাদিয়া ও সাফিয়া
তাদের এ সাফল্যের জন্য পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। এজন্য তারা সকলের দোয়া চেয়েছেন। জমজ দুই কন্যাদের বাবা একটি টেক্সটাইল কোম্পানীর আইটি ম্যানেজার আবু সালেহ বলেন, ছেলে বা মেয়ে সকলেই সমান।আমার মেয়েদের জন্য সবার দোয়া চাই। আমি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। জমজ কন্যাদের মা মাহমুদা বেগম আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে মেয়েদের জন্য সবার দোয়া চেয়েছেন।