জাতীয়

এনআইডি তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ করলো নির্বাচন কমিশন

 

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক তদন্তে এ তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের ‘উপায়’, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

নির্বাচন কমিশন সচিব বলেন, “প্রতিষ্ঠানগুলোর অসতর্কতার কারণে নাকি ইচ্ছাকৃতভাবে এ তথ্য ফাঁস হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটি করে থাকে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ।”

বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের এনআইডি যাচাই সেবা গ্রহণ করছে। তবে, কিছু প্রতিষ্ঠান নিজে এনআইডি তথ্য যাচাই করে আবার অন্য প্রতিষ্ঠানের জন্যও এ তথ্য ব্যবহার করছে, যা চুক্তির শর্ত লঙ্ঘন। সচিবের মতে, এনআইডি ডেটা ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকা উচিত, যাতে তথ্যের অপব্যবহার রোধ করা যায়। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button