আমাদের আবদ্ধ করতে পারেনা মায়ের কোন স্নেহের পরশ, আমরা এখনো কাঁদি সময় হলে জ্বলে উঠি- বুকে দৃপ্ত সাহস। তাজরীনের আগুনে ঝলসে গেলে আমার ভাই-বোনের কর্মক্লান্ত শরীর, প্রতিবাদে জেগে ওঠে বিবেক আমরা হই সাহসী-স্থীর। হায়েনাদের নৃশংসতায় স্তব্ধ বিশ্বজিতের বাাঁচার আকুতি, প্রতিটা
আঘাত ফিরে আসে এক করে পুরো জাতি। হিংস্র পশুর তীক্ষ্ণ আঁচড়ে হয় যখন আমার বোন নগ্ন, তখন কি করে বসে থাকি ডিজিটাল স্বপ্নে মগ্ন? সূর্যাস্তের পড়ন্ত বেলায় অপেক্ষা করে কালো অন্ধকার, সাহসে বেঁচে থাকি- আশায় থাকি সূর্যোদয় হবে আবার।