নোয়াখালীর সেনবাগে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অনধিকারভাবে প্রবেশের অভিযোগে পদ হারালেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সান্নাউল্লাহ। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাইরে অন্য কারও প্রবেশ নিষিদ্ধ। তবে গতকাল বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সান্নাউল্লাহ একদল কর্মীসহ সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে অবস্থিত পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি একাধিক কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, ছবি তোলেন এবং সেগুলো
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসে এবং তাঁকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ সান্নাউল্লাহ ছাত্রদলের সাংগঠনিক নির্দেশনা লঙ্ঘন করেছেন এবং তাঁর কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য চাইলে মোহাম্মদ সান্নাউল্লাহ বলেন, তিনি পরীক্ষার শুরুর আগেই কেন্দ্রে প্রবেশ করেছিলেন এবং কেন্দ্র কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ভেতরে গিয়েছিলেন। প্রশ্নপত্র তখনো বিতরণ হয়নি বলে দাবি করেন তিনি। তবে তিনি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন বলেও জানান।