ঈদে অসহায় মানুষের পাশে দিশারী

ইকবাল কবির লেমন
বছর ঘুরে মুসলিম সম্প্রদায়ের সামনে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় ঈদুল ফিতর। এ দিনটিতে অনেকেই আনন্দে মেতে উঠলেও সমাজের একটি শ্রেণি দৈন্যতার কারণে সে আনন্দকে উপভোগ করতে ব্যর্থ হয়। আর সেসব অসহায় মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে পাশে এসে দাঁড়ায় মানবিক কিছু মানুষ ও প্রতিষ্ঠান। বগুড়ার সোনাতলা উপজেলার তেমনি একজন মানবিক মানুষ এম রহমান সাগর। তিনি তাঁর প্রতিষ্ঠান ‘দিশারী’র মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরে অসহায় মানুষের মাঝে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। বিতরণ করছেন নিজ মালিকানাধীন ভেজালমুক্ত ও মানসম্পন্ন ‘দিশারী’ ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, চিকন সেমাই, মুড়ি, সরিষার তেল বিক্রি হতে অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অর্থে ঈদসামগ্রী । এম রহমান সাগর ও তাঁর ‘দিশারী’র এ্মন অনন্য উদ্যোগে আনন্দিত বাঙালি-যমুনা অববাহিকার অসহায় দরিদ্র মানুষেরা। এ অঞ্চলের সর্বসাধারণও এম রহমান সাগরের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।