ঈদকে সামনে রেখে ধুনটে নগদ হ্যাকার চক্র সক্রিয়

রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া)
‘সমাজসেবা অফিস থেকে কম্পিউটারম্যান আমি রাহুল (ছদ্দনাম) বলছিলাম। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডের জন্য কম্পিউটারে কিছু কোড এন্ট্রি করতে হচ্ছে। এজন্য আপনাদের নগদ একাউন্ট নম্বরে একটা ওটিপি পাঠাবো। ওটিবি নম্বরে সাথে আপনার নগদ একাউন্টের পাসওয়ার্ড যোগ করে মোট সংখ্যাটি ১৫ সেকেন্ডের মধ্যে জানাবেন। আপনি যদি দ্রত সময়ের মধ্যে সংখ্যাটি জানাতে না পারেন তাহলে পরবর্তিতে সমাজসেবা বা সরকার থেকে পাওয়া কোন টা আপনার একাউন্টে ঢুকবেনা।’ ঠিক এমনই কথপোকথনের ফাঁদে পড়ে নগদ একাউন্ট থেকে টাকা হারিয়েছে অনেকে।
এভাবেই কারো কাছে সমাজসেবা, কারো কাছে নগদ কাস্টমার কেয়ারের কথা বলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। অনেকে হ্যাকারের কবলে পড়ে টাকা হারিয়ে করছে শোকের বিলাপ। শুধু তাই নয় টাকা হারানোর পর নির্দ্দিষ্ট পিন কোড ব্যবহার করেও একাউন্টে প্রবেশ করতে পারছে না অনেকে। কারো কারো একাউন্টে প্রবেশ করার সময় লেখে আসছে একাউন্ট ব্লক।
এ বিষয়ে ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী বলেন, হ্যাকার চক্রদের তৎপরতা নিয়ে সাধারন মানুষদের সচেতনতার জন্য লিফলেট বিতরন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের বিষয়টি অবগত করা হয়েছে। এখন যদি সাধারন মানুষ না বুঝে হ্যাকার চক্রের কবলে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় সে ক্ষেত্রে সমাজসেবা অফিস কোন ভাবে দায়ভার নেবে না। আমরা সার্বক্ষণিক সাধারন মানুষদের সচেতন করার চেষ্টা করছি।