জাতীয়

ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও ‘বাছাইয়ে ফেল’ এনসিপি

ডেস্ক রিপোর্ট

ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও ‘বাছাইয়ে ফেল’ এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) দলীয় নিবন্ধনের শর্ত পূরণে প্রয়োজনীয় কাগজপত্র ট্রাকে করে নির্বাচন ভবনে জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার দলিল দাখিল করে নিবন্ধনের আবেদন করে। তবে এত বিশাল পরিমাণ ডকুমেন্টস দাখিলের পরও নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে টিকতে পারেনি দলটি। এনসিপিসহ যেসব দল এই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি, তাদের ঘাটতি পূরণের সুযোগ দিচ্ছে ইসি। এজন্য এসব দলকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া শুরু করেছে কমিশন।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬২টি দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও একইভাবে চিঠি পাঠানো হবে।জাতীয় নাগরিক পার্টির পক্ষে নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সেদিন নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, “নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের যেসব শর্ত রয়েছে, তা পূরণ করেই আমরা প্রয়োজনীয় কাগজপত্র ট্রাকে করে এনে জমা দিয়েছি। আমাদের একটি প্রতিনিধি দল কমিশনের কর্মকর্তাদের হাতে মূল আবেদন ও সংযুক্ত দলিল হস্তান্তর করেছে।”

নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের প্রধান শর্তগুলো:

১. একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
২. কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে।
৩. কমপক্ষে ১০০টি উপজেলা বা মহানগর এলাকার ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণসহ সদস্য তালিকা জমা দিতে হবে।
৪. দলীয় প্যাডে দরখাস্তসহ দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও সর্বশেষ স্থিতির কাগজপত্র জমা দিতে হবে।

আবেদন জমা হওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করে। শর্ত পূরণ সাপেক্ষে দলকে নিবন্ধন সনদ ও প্রতীক বরাদ্দ দেয় কমিশন।

বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button