বগুড়ার খবর

ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে শিক্ষকদের রাজপথে আন্দোলন করতে হবে না–অধ্যক্ষ শাহাবুদ্দিন

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,একজন আদর্শ শিক্ষক দেশ ও জাতির মেরুদ-। একজন আদর্শ শিক্ষক দেশ ও জাতির কল্যাণে শিক্ষাদান করেন। তাদেরকে অধিকার আদায়ের আজ রাজপথে আন্দোলন করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্হা চালু হলে শিক্ষকদেরকে রাস্তপথে আন্দোলন করতে হবে না।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সোনাতলা উপজেলা শাখার আয়োজনে ২০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় ফাতেমা কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আদর্শ শিক্ষক ফেডারেশন সোনাতলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মো: রেজাউল করিম, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম,সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল,জাহানাবাদ সিনিয়র আলীম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,বাংলাদেশ শিক্ষক পরিষদ বগুড়া জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, শহর সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান,সোনাতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সোনাতলা কলেজ বিভাগের সভাপতি প্রভাষক আবু তাহের, মাধ্যমিক বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, প্রাথমিক বিভাগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button