স্টাফ রিপোর্টার সোনাতলা উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় মাদকদ্রব্য প্রতিরোধে করণীয় বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ও থানা অফিসার ইনচার্জ রওশন কবীরের সাথে মতবিনিময় করেছেন সোনাতলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে পৃথকভাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সোনাতলায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক ব্যবসার স্পট এবং মাদক
ব্যবসা ও মাদকদ্রব্য প্রতিরোধে নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মজনু, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা নাগরিক কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ শফিউল্লাহ, গোলাম রব্বানী, সাবেক পৌর কাউন্সিলর উম্মে কুলসুম, জাফর ইকবাল চপল, সদস্য মোমিনুল ইসলাম রুমে্ল ও জাহাঙ্গীর আলম।