শিল্প-সাহিত্য-সংস্কৃতি

আসছে পাঠকপ্রিয় লেখক সেলিম হাসান’র নতুন বই “অপেক্ষার স্তূপ”

অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ আসছে বর্তমান সময়ের পাঠকপ্রিয় লেখক সেলিম হাসানের নতুন বই ” অপেক্ষার স্তূপ।” গ্রন্থটি বের হচ্ছে ছায়া প্রকাশন থেকে। বইটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন ফারহান শিব্বির।
এর আগে তার ‘নীলাবতী নীলাঞ্জনা ‘ (২০২২) ‘প্রতিটি রাতই ভয়ংকর ছিল’ ( ২০২৩)  ‘যে গল্প আজও ছাপা হয়নি ‘ (২০২৪) বই সমূহ প্রকাশ পায় ।  সবগুলো বই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে জানান লেখক । তাই ধারাবাহিকতা বজায় রাখতে এবার আসছে অপেক্ষার স্তূপ বইটি ।  এবং ‘মৃতফুল’ নামক একটি থ্রিলার উপন্যাস লেখার শেষ প্রুফ রিডের কাজ চলছে খুব শীঘ্রই সেটিও প্রকাশ পাবে ।
প্রকাশিতব্য বই সম্পর্কে লেখক বলেন—
“অপেক্ষার স্তূপ” আমার লেখা ৫ম বই ও প্রথম অনু- কাব্যগ্রন্থ ও সংলাপের বই ।
মানুষ দুঃখ পেতে পেতে একা হয়ে যায় ! ভীষণ একা । একদম নির্জন স্যান্ডপাইপার পাখির মতো । যে একটুখানি শান্তির খোঁজে নিজের ভেতরে একটি নতুন জগৎ তৈরি করে, কল্পনার জগৎ ।
মানুষ অজানা সে জগতে আক্ষেপ, অপূর্ণতা, না পাওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে । বাস্তবে না পেলেও কল্পনাতে সবই যেন পায় । জীবনে চলার পথে আমার হৃদয়ে সুপ্ত যে কথাগুলো ছিল, তারই পরিপ্রেক্ষিতে সৃষ্টি ‘অপেক্ষার স্তূপ’।
বলা যেতে পারে  এটি আমার ব্যক্তিগত ডায়েরির মতো অনেকটাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button