স্টাফ রিপোর্টার
১১ এপ্রিল,শুক্রবার জুমার নামাজ পর সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর, শ্যামড়াপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিশ্বব্যাপী গাজাবাসীর প্রতি সংহতি ও ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি বের হয়ে নিজবলাইল বাজারে শেষ হয় । প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ আবু তালেব নয়ন ( সাবেক শিক্ষার্থী বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বানারাস ,উত্তর প্রদেশ , ভারত)। তিনি বলেন আল আকসার বিজয় মানেই
মুসলিমদের রাজনৈতিক বিজয়। এছাড়াও উপস্থিত ছিলেন জামাত নেতা কাজী মাওলানা জহুরুল ইসলাম , শিচার পাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক এম.এ , হাফেজ মাসুম বিল্লা, জামাত নেতা আতিকুর রহমান, ছাত্রনেতা আলী সরকার, শাকিল রানা। সমাবেশ পরিচালনা করেন মোঃ রহেন বাবু। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সবাই ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানায়।