আলোর প্রদীপ সম্মাননা ২০২৪ এর জন্য মনোনিত হলেন ৩ গুণী ব্যক্তি

বগুড়া বার্তা ডেস্ক
৭ম বারের মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় একজন গুণী ব্যক্তিকে আলোর প্রদীপ আজীবন সম্মাননা ও দুইজন গুণী ব্যক্তিকে আলোর প্রদীপ সম্মাননা ২০২৪ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে বগুড়া জেলার অন্যতম আলোকিত সামাজিক সংগঠন আলোর প্রদীপ যুব সংগঠন। সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় প্রফেসর রফিকুল আলম বকুল আলোর প্রদীপ আজীবন সম্মাননা, নারী উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় তাসলিমা নাজমী লিমা ও স্কেচ শিল্পকর্মে অবদান রাখায় মোঃ শেকুল খানকে আলোর প্রদীপ সম্মাননা ২০২৪ এর জন্য মনোনিত করা হয়েছে।
আলোর প্রদীপ সম্মাননা প্রদান বিষয়ে অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামিউল ইসলাম বলেন, ‘আমাদের সমাজে অনেক মানুষ কোন স্বার্থ ছাড়াই অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে। তাঁদের এসব কাজের মাধ্যমে আমাদের প্রজন্ম ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠার সাহস পাচ্ছে। এসব গুণী মানুষ আমাদের সমাজের বাতিঘর হিসেবে আলো দিয়ে যাচ্ছেন। আমরা বরাবরই সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাতে চাই। তারই অংশ হিসেবে এই সম্মাননা প্রদান।’
উল্লেখ্যে , গত ০৫-০১-২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি (স্মারক- আ/প/ক/স/ত/উ/ক-০১-২৪-০৭) মাধ্যমে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে এই সম্মাননার জন্য গুণী ব্যক্তিদের নির্বাচিত করা হয়েছে।