
আলোর প্রদীপ যুব সংগঠনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি
১২ আগস্ট ২০২৪ সকাল ১০ টায় আলোর প্রদীপ যুব সংগঠনের কার্যালয়ে চিহ্নিত সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর,লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংগঠন কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার সর্বস্তরের প্রায় তিনশতাধিক জনসাধারণ অংশ নেয়। তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় মোঃ আব্দুস ছোবাহান সরকার বলেন, কেন এই সংগঠন কার্যালয়ে হামলা হবে? এটি তো কোন রাজনৈতিক সংগঠন না,এটি একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। আলোর প্রদীপ সুখে-দুঃখে আমাদের এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তা করেছে। আমরা এলাকাবাসী এই প্রতিষ্ঠানের নিকট চির কৃতজ্ঞ।এটি আমাদের প্রতিষ্ঠান,এলাকার হতদরিদ্র মানুষের প্রতিষ্ঠান। এমন একটি সেবা মুলক প্রতিষ্ঠানে হামলা আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যেন এই হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি প্রদান করা হয়। এই প্রতিষ্ঠান সংস্কার করতে আমরা এলাকাবাসী সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। মোছাঃ সীমা বেগম বলেন, আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক সেবা সহায়তা পেয়েছি। আমাদের ইদের বাজার,কারো অসুখ হলে তাঁকে সহায়তা,ছাত্র ছাত্রীদের খাতা কলম ডিম এগুলো দিয়েছে তারা। কে এই সন্ত্রাসী তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমি উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এছাড়াও মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডাঃ আব্দুল হালিম (বুলু), মোঃ আসাদুজ্জামান সরকার (কিনে), মোঃ ফারাজুল ইসলাম,মোছাঃ নাজমুনন্নাহার বেগম ,মোছাঃ ফাতেমা খাতুন,মোছাঃ বেদেনা বেগম সহ স্থানীদের অনেকেই। তাদের একটাই দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে একদল সশস্ত্র দুর্বৃত্ত সংগঠিত হয়ে সোনাতলা উপজেলার কাবিলপুরে অবস্থিত কার্যালয়ে হামলা,ভাঙচুর,লুটপাট করে।এতে সংগঠন অফিসে থাকা আলমিরায় সদস্যদের সঞ্চয়ের নগদ ২০ হাজার টাকা, হস্তশিল্প প্রকল্পের জন্য আনা প্রায় ৭০ হাজার টাকার কাচামাল ও উপকরণ সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ,আসবাসপত্র লুটপাট করে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বত্তরা।
মোছাঃ সুমাইয়া ইয়াসমিন স্মর্না
তথ্য,প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক
আলোর প্রদীপ যুব সংগঠন।
মোবাইলঃ ০১৭৩৪-০১৩১৪১