আলোর প্রদীপ যুব সংগঠনের উদ্যাগে ‘জৈব সার ব্যবহারের গুরুত্ব’ শীর্ষক কৃষক সমাবেশ

বগুড়া বার্তা ডেস্ক
২৬ এপ্রিল শুক্রবার বিকেলে আলোর প্রদীপ যুব সংগঠনের কার্যালয়ে ‘রাসায়নিক সারের অপব্যবহার ও ক্ষতিকর প্রভাব এবং জৈব সার ব্যবহারের গুরুত্ব’ শীর্ষক জনসচেতনতামূলক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ জন কৃষক ও ৩০ জন গৃহিণী অংশ নেয়। এছাড়াও স্থানীয় লোকজনের প্রায় ১০০ এর বেশি লোকজন উপস্থিত ছিলেন। এই সমাবেশে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহারের গুরুত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জমিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের পরিবর্তে কেঁচো ও সবুজ সার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা করেন সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। তিনি বলেন “আমরা যেমন আমাদের মায়ের যত্ন করি তেমনি এই মাটিও আমাদের মায়ের মতো। সুতরাং মাটির জন্য যেসব ক্ষতিকারক উপদান সেসব আমাদের পরিত্যাগ করে প্রাকৃতিক জৈব সার ও সবুজ সার অধিক প্রয়োগ করে জমির স্বাস্থ্য ভালো করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না”। এছাড়াও কেঁচো সারের গুনাগুন সম্পর্কে আলোচনা করেন নারী কৃষি উদ্যাক্তা লিমা আখতার। পাটজাত পণ্য ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু সাহা।
এসময় উপস্থিত ছিলেন দিশারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম রহমান সাগর, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন মুকুল, সাবেক কাউন্সিলর ওয়াছিয়া আখতার রুনা, আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুলসহ সংগঠনটির নেতৃবৃন্দ। পরে বিনামূল্যে কৃষকদের দু’টি করে গাছের চারা,খাবার স্যালাইন,পাট বীজ,কেচো সার,সরিষার তেল ও সবজি বীজ বিতরণ করা হয়।
উল্লেখ্য, সেন্টার ফর রিচার্চ এন্ড ইনফমেশন (সিআরআই) এর ইয়াং বাংলা ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই Campaign on Keep your environment clean and livable সারা বাংলাদেশে পরিচালনা করছে।