বগুড়ার খবর
আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি- ২০০৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

শিমন আহম্মেদ বাদল

বগুড়ার সোনাতলা উপজেলার আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি-২০০৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি, শনিবার সকাল থেকেই নানা আয়োজনের দিনটি পালন করে ২০০৩ ব্যাচের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ২০০৩ ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল শাফি । অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ রওশন আলী, সাবেক শিক্ষক রেজিয়া বেগম, মতিয়ার রহমান, দিলশাদ আরা, ইসমোত জেরিন, আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মোঃ আলামিন, নাসিরুল্লা আল গালিব, শারমিন আক্তার, মাবিয়া সুলতানা মমি। অনুষ্ঠান সঞ্চালন করেন সাবেক শিক্ষার্থী আসিফ ইকবাল।



