সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ার সোনাতলায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে কবি-লালন গবেষক ড. আজাদুর রহমানের বাবা প্রয়াত আবুল লতিফ আকন্দ’র নামে প্রতিষ্ঠিত ‘আব্দুল লতিফ মানবতা কেন্দ্র। ১৫ জুন, শনিবার সকালে সোনাতলা পৌর এলাকার বড় বাজারে ‘বগুড়া বার্তা’ কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, পিয়াজ, রসুন, আদা, মশলা, সেমাই ও চিনি। আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের সমন্বয়কারী ইকবাল কবির লেমনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, আলোর প্রদীপ চেয়ারম্যান এম মেহেরুল ও ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল।