বগুড়ার খবর
আব্দুল লতিফ মানবতা কেন্দ্র’র উদ্যোগে সোনাতলায় ঈদসামগ্রী বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলায় কবি-বিজ্ঞানী ও লালন গবেষক ড. আজাদুর রহমানের বাবার নামে প্রতিষ্ঠিত ‘আব্দুল লতিফ মানবতা কেন্দ্র’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে ‘প্রয়াস’ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘আব্দুল লতিফ মানবতা কেন্দ্র’র সমন্বয়কারী ইকবাল কবির লেমন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, আলোর পথ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মুজতাহিদুল ইসলাম ও বন্ধু সামাজিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম শাকিল।