শিমন আহম্মেদ বাদল
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ'র সহযোগিতায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাজিতনগর গ্রামের অসহায় দরিদ্র সান্ত্বনা বেগমকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে৷ অসহায় পরিবার টি খুব মানবেতর জীবনযাপন করছিল ৷ এসময় উপস্হিত ছিলেন গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মিসু মিয়া, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন আকন্দ, মারুফ হাসান । এদিকে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ'র সহযোগিতায় বুধবার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা মেছট হাফেজিয়া মাদ্রাসা ও
এতিমখানায় এতিম ও অসহায় কুরআনের পাখিদের জন্য মৌসুমী ফল উৎসব এর আয়োজন করা হয় ৷ ফল পেয়ে এতিম ও অসহায় কুরআনের পাখিরা আনন্দ প্রকাশ করে৷ ছাত্ররা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি সামছুল আলম খান মুরাদ ও ফাউন্ডেশনের জন্য দোয়া করেন ৷ এসময় উপস্হিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মিসু মিয়া ও মারুফ হাসান ৷