বগুড়ার খবর
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সোনাতলায় ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম ইসলাম, সহ-সভাপতি শাফিউল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান জাকির, মধুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব ইসলাম, পৌর ছাত্রদলের ধর্ম বিষযক সম্পাদক এম আর হাসান রিয়াদ, তেকানী চুকাইনগর ইউনিয়ন ছাত্রদল নেতা লিয়াকত, নাজির আক্তার কলেজ শাখার ছাত্রনেতা, অর্ণব, বাঁধন, সম্রাট, লেমনসহ নেতৃবৃন্দ।