আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রাম-কোমারভোগ এলাকা থেকে সোমবার রাতে এক ব্যাবসায়ির মরদেহ উদ্ধারসহ মাইক্রো চালককে আটক করা হয়েছে। নিহত ব্যাবসায়ী পিন্টু আকন্দ (৩৫) নওগাঁ জেলার রাণী নগর থানার লোহাচুড়া গ্রামের বাসিন্দা ও বগুড়ার দুপচাঁচিয়া থানার সিইও অফিস এলাকার লোটো শো-রুমের স্বত্বাধিকারী এবং আটককৃত মাইক্রো চালক বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার উত্তর সাজাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৪০) থানা সূত্রে এবং সিসি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) রাত নয় ঘটিকার সময় দুপচাঁচিয়া সিইও অফিস সংলগ্ন বাজারে লোটো শো-রুম হতে স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে (৩৫) কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে যার রেজিস্ট্রেশন নম্বরঃ ১৫-৩২৬৮ তুলে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার রাত
১২.৪৫ ঘটিকার সময় আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রাম-কোমারভোগ এলাকায় রাস্তার উপর মাইক্রোবাসের ভিতর পিন্টুর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ পিন্টুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে দুপচাঁচিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে। অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস, চালক সানোয়ার ও পিন্টুর মরদেহ বর্তমানে দুপচাঁচিয়া থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, সোমবার রাতে ব্যাবসায়ী পিন্টুর মরদেহ ও মাইক্রোবাস উদ্ধার এবং চালক সানোয়ারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে মরদেহ, মাইক্রো বাস এবং চালক থানা হেফাজতে আছে। মঙ্গল বার দুপুরের মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটককৃত মাইক্রো চালককে আদালতে পাঠানো হবে।