আদমদীঘিতে বেসরকারিভাবে খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন জয়ী

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি-দুঁপচাচিয়া ৩৮ নম্বর সংসদীয় আসন বগুড়া-৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আদমদীঘির কৃতি সন্তান খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
আজ (৭ জানুয়ারি) রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ছেচল্লিশ হাজার ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি। সতন্ত্র প্রার্থী খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী ট্রাক প্রতীকে মোট ভোট পেয়েছন ৬৯,৭৫০ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকে মোট ভোট পেয়েছন ২৩,৮১৫ এবং জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকে দুইবারের নির্বাচিত সাংসদ এ্যাডঃ নূরুল ইসলাম তালুকদার ১০,৫২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
৩৮ বগুড়া-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৩, ২৮, ৮৭০ সর্বমোট ৪৩.০৬ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলে সহকারী রির্টানিং কর্মকর্তা সূত্রে জানা গেছে।