বগুড়ার খবর

আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

“এসো হে বৈশাখ, এসো এসো” সংগীতর এমন মধুর সুরে বগুড়ার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায়, বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা বর্ষকে বরণ করে নিতে আনন্দ র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১ লা বৈশাখ) সোমবার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আট ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশের খাওয়ার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায়, নানা কর্মসূচি আর বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষকে বরণ করে নেওয়ার আয়োজন করা হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নেতৃত্বে বর্ণিল সাজে সজ্জিত আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। আনন্দ র‍্যালি ও মঙ্গল শোভাযাত্রায় গ্রাম বাংলার অতীত ঐতিহ্য গরু ও ঘোড়ার গাড়ি, পালকি, মাছ, বাঘ, লাঙল, মাছ ধরার পলি, তালপাখা, মাথাল, হুক্কা, তাল পাতার বাঁশি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের রঙিন বেলুন, ফেস্টুন শোভাযাত্রাকে আরো বর্ণিল রুপ দান করে।

আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button