আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ছিনতাইকারীর আঘাতে হাসপাতালে রুবেল হোসেন নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুবেল হোসেন (২৮) আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সারাদিন ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে তার মালিকের কাছে টাকা জমা দিতে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কোদবাবুর মোড় নামক স্থানে পৌঁছামাত্রই ৪/৫ জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ করে
তাকে বেধড়ক মারপিট করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এতেকরে গুরতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে অটোরিকশা চালক রুবেল হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, থানায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান অবস্থায় আছে।