বগুড়ার খবর

আদমদীঘিতে আ’লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 
বগুড়ার আদমদীঘির নশরৎপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আ’লীগ সভাপতি ফারুক হোসেন কে নাশকতা মামলায় শনিবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন (৩১) উপজেলার নশরৎপুর ইউনিয়নের শাঁওইল বাজার এলাকার মোজাহার আলীর ছেলে এবং দুই নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি। আজ রবিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
থানা ও মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়  ঘটনায় গত ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আ’লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। উল্লেখিত মামলায় ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা মামলায় গতরাতে ওয়ার্ড আ’লীগের সভাপতি ফারুককে গ্রেপ্তার করে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button