সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী’র পরলোকগমন

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী পরলোকগমন করেছেন। শনিবার ভোর পৌঁনে তিনটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় দেহ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে মধুপুর গ্রামে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, সোনাতলা প্রেসক্লাব ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, সোনাতলা থিয়েটারের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুদ্ধদলিল বগুড়ার সমন্বয়ক রাশেদুজ্জামান রণ, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল, ফ্রি ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র সভাপতি শিমন আহম্মেদ বাদল।