সারাদেশ

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

“ শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার ” স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে শনিবার ( ০৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাতখামার ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ রেজাউল করিম, আলোয়াখোয়া তপশীলি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সাতখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক জিল্লুর হোসেন সরকার, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী (মনি) প্রমুখ। বক্তারা শিক্ষকদের বৈষম্য দুরীকরণে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। প্রধান অতিথির বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকের মর্যাদা ও মান সম্পন্ন শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, শিক্ষকদের অধিকার সম্পর্কে জানানো, মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানোই দিবসটি পালনের মুল উদ্দেশ্য। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলামসহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button