মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্কাউটদের সম্পৃক্তকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুরের অঞ্চলিক উপ কমিশনার আরিফ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, বাংলদেশ স্কাউটস আটোয়ারী
উপজেলার সাধারণ সম্পাদক জরিফ হোসেন চৌধুরী (মনি)প্রমুখ। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি পূজামন্ডপে ৮ জন করে স্কউট/ রোভার স্কাউট নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবে। উপজেলা পর্যায়ে আটোয়ারী মহামুক্ত স্কাউট গ্রুপ, আটোয়ারী মডেল পাইলট স্কাউট গ্রুপ ও উপজেলা স্কাউটস এর সমন্বয়ে একটি স্কাউটস মনিটরিং টিম সার্বক্ষনিক কাজ করবে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।