সারাদেশ

আটোয়ারীতে দুই দিনব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে দুই দিনব্যাপি উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার ও মঙ্গলবার ( ১৭ ও ১৮ ফেব্রুয়ারি) প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর মোট ৫৪ টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। প্রথম দিনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। দুই দিনব্যাপি সকল ইভেন্টের প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিজয়ী(১ম,২য় ও ৩য়)দের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ। পুরস্কার বিতরণের আগে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম। শিক্ষক ও অভিভাবকরা যত্নশীল হলে আজকের শিশু শিক্ষার্থীরা আগামীর জন্য অপার সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button