বগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি
সোনাতলায় অলিম্পিয়াড বাংলাদেশ ও নুরুল খাদেমা ফাউণ্ডেশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলায় অলিম্পিয়াড বাংলাদেশ ও নুরুল খাদেমা ফাউণ্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে সোনাতলার আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে ও আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রি ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা, সমাজকর্মী মেহেদী হাসান, সহকারী শিক্ষক আলমগীর কবীর ও রাকিব হাসান। পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নাস্তা খাওয়ানো হয়।