বগুড়ার খবর

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের বীজের মোড় এলাকা থেকে গতরাতে একশত পঞ্চাশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে রাতুল হাসান লিমন (২১) এবং নাটোর জেলার বড়াইগ্রাম থানার জামাইদিঘী গ্রামের তসলিমের ছেলে তরিকুল ইসলাম (৩৭) তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে আদমদীঘি ব্রীজের মোড় এলাকায় অভিযান চালিয়ে আশা এন্টারপ্রাইজের সামনে থেকে মাদক কারবারি দুই যুবককে আটক করার পর তাদের শরীর তল্লাশি করে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গতকাল রাতে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত যুবকদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button