ওয়াইফাই সংযোগ থেকে আগুনের সূত্রপাত,শিবগঞ্জে ইউএনও অফিস কক্ষ আগুনে পুড়ে ছাই

কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ওয়াইফাই এর সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণে অফিস কক্ষের আসবাপত্র ভষ্মিভুত হয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা প্রহরী সুমন মিয়া জানান, সন্ধ্যা ৬ টার দিকে ইউএনও’র কক্ষে বিকট একটি শব্দ হয়। তারপরে আমিসহ অন্যান্য কর্মকর্তা মিলে অফিস কক্ষের তালা খুলে দেখতে পাই আগুনে পুড়ছে অফিস কক্ষ। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা তাহমিনা আক্তার বলেন ওয়াইফাইয়ের সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নাশকতা বা অন্য কোন ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডে টিভি, সোফা, এসি, ফ্রিজ, চেয়ার-টেবিল সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের ঘটনা জানার পরেই তাৎক্ষনিকভাবে শিবগঞ্জ ফায়ার ষ্টেশনকে জানানো হলে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।