সারাদেশ
সোনাতলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিমন আহম্মেদ বাদল
ফিলিস্তিনের গাজায় ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে বগুড়ার সোনাতলায় সোনাতলা ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়েছে। সোনাতলার গাজী প্লাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে গাজায় হামলা বন্ধসহ নৃশংসতম গণহত্যা বন্ধের দাবিতে বক্তব্য রাখেন শিক্ষার্থীগণ। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর সদর প্রদক্ষিণ করে।
সোনাতলায় যা যা দেখেছি ফেসবুক গ্রুপের সার্বিক সহযোগিতায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।