শিমন আহম্মেদ বাদল
সরকারি নাজির আখতার কলেজের (সোনাতলা, বগুড়া) সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক এইচ এম শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফের সহধর্মিনী প্রফেসর ফাহিমা সুলতানা। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নিলুফা ইয়াসমিন, মোঃ আব্দুল কাদের, মোঃ মোজাফফর হোসেন,
ওবায়েদ ওয়ালী, নাসরিন আকতার, মোঃ ইয়াকুব আলী, প্রভাষক মোছাঃ কামরুন নাহার, মোঃ আতিকুর রহমান, মোঃ আবু সাঈদ, মোঃ মনোয়ারুল ইসলাম, সজল কুমার মন্ডল, তহমিনা আকতার, বিশ্বজিত বিশ্বাস, মোঃ পারভেজ মোশারফ, ফাহমিদা খাতুন, খ-কালীন প্রভাষক অরুণ কুমার চাকী, দিলরুবা খাতুন, শাহীন আলমসহ কর্মচারীগণ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক আব্দুস সবুর। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফের কর্মময় জীবনের উপর বিশেষ করে সরকারি নাজির আখতার কলেজে একজন সফল অধ্যক্ষ হিসেবে তাঁর কার্যকালের নানাবিধ দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং পরিবারসহ তাঁর সুখী-সমৃদ্ধ জীবন কামনা করেন।