জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
ভয়াবহ অগ্নিকাণ্ডে গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারের ৫টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এঘটনায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। স্থানীয়রা জানায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার উল্যাবাজারে হঠাৎ করে একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুর্তের মধ্যে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঘাটা ,ফুলছড়ি ও গাইবান্ধার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান,একটি সিমেন্ট-এর গোডাউন, একটি
মুদিরদোকার ও দুটি কাপড়ের দোকান পুড়ে যায়। এতে ৫ জন ব্যবসায়ীর ৬০ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। গাইবান্ধার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন । এ সময় পুড়ে যাওয়া ৫টি দোকানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে এ কর্মকর্তা জানান, এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে । সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম জানান, উল্যাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় লোকজনের শারীরিক কোনো ক্ষতি হয়নি। তবে দোকানসহ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।